Last Updated: Monday, April 7, 2014, 20:54
ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল দুই সাফাইকর্মীর। নিউটাউনের পেকেরহাটিতে ভূগর্স্থ নিকাশির কাজে নেমেছিলেন ওই দুই কর্মী। ম্যানহোল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ভূগর্ভস্থ ঝাঁঝালো গ্যাসেই দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আটক করা হয়েছে ঠিকাদার আমিরুল মোল্লাকে।