Manju Dey - Latest News on Manju Dey| Breaking News in Bengali on 24ghanta.com
বরানগরে বন্ধ ঘরে উদ্ধার মৃতদেহ

বরানগরে বন্ধ ঘরে উদ্ধার মৃতদেহ

Last Updated: Tuesday, February 7, 2012, 14:21

ফের বন্ধ ঘর থেকে উদ্ধার হল মৃতদেহ। সোমবার বরানগরের অনন্ত রায় রোডে ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে খুন হন মঞ্জু দে নামে বছর ৫০-এর এক মহিলা। সেইসঙ্গেই খোয়া গেল প্রায় এক লাখ টাকা। ঘটনায় একজনকে আটক করেছে পুলিস। বরানগরের বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকতেন মঞ্জু দে।