Last Updated: Sunday, June 9, 2013, 18:33
গত ন`বছরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিমান যাত্রা বাবদ খরচ হয়েছে মোট ৬৪২ কোটি টাকা। একটি আরটিআইয়ের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর বাধ্য হয়েই আজ এই তথ্য জনসমক্ষে এনেছে। প্রধানমন্ত্রীর বিমানভাড়া বাবদ খরচ হওয়া বিপুল অর্থের কথা প্রকাশ্যে আসায় বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্র।