Last Updated: Wednesday, November 27, 2013, 11:51
যৌন হেনস্থা ও ধর্ষণের মামলায় তহেলকার সম্পাদক তরুণ তেজপালকে তলব করল গোয়া পুলিস। সেই সঙ্গে তেজপালের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে। অন্যদিকে, গোয়া পুলিসের কাছে গিয়ে নিজের বিবৃতি রেকর্ড (record statement) করলেন অভিযোগকারিনী।