Last Updated: Monday, May 19, 2014, 23:35
লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ খুঁজতে বামদলগুলির মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ফ্রন্টের শীর্ষনেতারা মনে করছেন, কেন বিপর্যয় এবং এই বিপর্যয়ের জন্য দায়ী কারা, তা খুঁজে বার করা জরুরি। জয়ন্ত রায়, মনোজ ভট্টাচার্যের মতো নেতারা মনে করেছেন, প্রয়োজনে দায় নিতে হবে নেতৃত্বকে।