Last Updated: Thursday, April 26, 2012, 17:53
নরওয়ে থেকে ফিরে এসেছে শিশুরা। কিন্তু তাদেরকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন করে জটিলতা। প্রায় একবছর নরওয়ে সরকারের জট কাটিয়ে দেশে ফিরেছে অভিজ্ঞান, ঐশ্বর্য। নরওয়ের কোর্টের নির্দেশ বক্তব্য, শিশুদুটির মা সাগরিকা মানসিক ভাবে সুস্থ নন।