Mao mediators - Latest News on Mao mediators| Breaking News in Bengali on 24ghanta.com
অবশেষে মুক্ত অ্যালেক্স পল মেনন

অবশেষে মুক্ত অ্যালেক্স পল মেনন

Last Updated: Thursday, May 3, 2012, 10:22

টানা ১২ দিন পর অবশেষে সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেননকে মুক্তি দিল মাওবাদীরা। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে জেলাশাসককে মুক্তি দেয় মাওবাদীরা। চিন্তালনাড়ে তালমেটরার জঙ্গলে সংবাদমাধ্যমের উপস্থিতিতে ২ মধ্যস্থতাকারী বিডি শর্মা ও জি হরগোপালের হাতে তুলে দেওয়া হয়েছে জেলাশাসককে।