Last Updated: Tuesday, May 22, 2012, 20:12
কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন ৭ জন মাওবাদী স্কোয়াড সদস্য। প্রাথমিকভাবে ঝাড়গ্রাম জেলা পুলিস ও সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ান-সূত্রে ৯ জনের আত্মসমর্পণ করার ইঙ্গিত দেওয়া হলেও এঁদের দু'জন আজ ঝাড়গ্রামে আত্মসমর্পণ করেননি।