Last Updated: Saturday, July 6, 2013, 20:06
সবুজ ঘাসের কোর্টে জয় হল পরিশ্রম আর সাধনার। উইম্বডনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ফ্রান্সের মারিয়ন বার্তোলি। শনিবার অল ইংল্যান্ড কোর্টের ফাইনালে ২৮ বছরের এই ফরাসি খেলোয়াড় হারালেন জার্মানির সাবিন লিজিকিকে। একপেশে ফাইনালে বার্তোলি জিতলেন ৬-১, ৬-৪। এর আগে ২০০৭ উইম্বডনের ফাইনালে খেললেও বার্তোলির কেরিয়ারে এটাই প্রথম গ্র্যান্ডস্লাম খেতাব জয়।