Last Updated: Wednesday, October 17, 2012, 09:22
প্রতীক্ষার অবসান। পুজোর আগেই বাজারে এলো মারুতি সুজুকির বহু আলোচিত ছোট গাড়ি অল্টো এইট হান্ড্রেড। মঙ্গলবার নয়াদিল্লিতে এই গাড়ির বিভিন্ন মডেলের উদ্বোধন করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শিনজো নাকানিশি। রাজধানীর শোরুমে পেট্রোল চালিত এই গাড়ির দাম দু`লক্ষ ৪৪ হাজার টাকা থেকে শুরু। সিএনজি চালিত মডেলের প্রারম্ভিক মূল্য তিন লক্ষ ১৯ হাজার টাকা। সংস্থার দাবি, পেট্রোলে প্রতি লিটারে ২২.৭৪ কিলোমিটার যাবে অল্টো এইট হান্ড্রেড। গ্যাসের ক্ষেত্রে মাইলেজ একটু বেশি। যাবে ৩০.৪৬ কিলোমিটার।