Last Updated: Tuesday, July 23, 2013, 08:49
গত কাল বেলঘরিয়া স্টেশন চত্বর থেকে গণ আন্দোলনের দুই কর্মীকে আটক করে পুলিস। দীর্ঘক্ষণ জেরার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। বেলঘরিয়ার আশেপাশে মাওবাদীরা আস্তানা গাড়ছে বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। প্রশ্ন উঠছে সে কারণেই কি পুলিসের এই অতি সক্রিয়তা?