Last Updated: Friday, February 28, 2014, 09:41
ক্রিকেট মাঠে তিনিই হিরো। সর্বোচ্চ স্কোর, শতরানের শতরান, ঝুরি ঝুরি রেকর্ড তাঁর ঝুলিতে। কনিষ্ঠতম ভারতরত্ন তিনি। কিন্তু সাংসদ হিসেবে কেমন সচিন তেন্ডুলকর? সাংসদ তহবিলের হিসেব বলছে নতুন ময়দানে তিনি একেবারেই জিরো। সাংসদ হওয়ার পর থেকে এপর্যন্ত একটা নয়া পয়সাও খরচ করতে পারেননি মাস্টার ব্লাস্টার।