Medha Patkar - Latest News on Medha Patkar| Breaking News in Bengali on 24ghanta.com
মহারাষ্ট্রে বড় হচ্ছে আপ, আম আদমিদের সমর্থন মেধার

মহারাষ্ট্রে বড় হচ্ছে আপ, আম আদমিদের সমর্থন মেধার

Last Updated: Monday, January 13, 2014, 22:24

মহারাষ্ট্রে আপকে সমর্থন জানালেন অ্যাক্টিভিস্ট মেধা পাটেকর। সোমবার সাংবাদিকদের পাটেকর বলেন, "আম আদমি পার্টি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোই আপ-এর লক্ষ। আমরাও আদর্শ ও লাভাসার মাধ্যমে সামাজিক দুর্নীতির বিরুদ্ধেই লড়াই চালাচ্ছি। আমি ওদের নথিপত্র পড়ে দেখেছি। ওদের ছোট থেকে বড় অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা এরপর আলোচনা চালাব। শুধু ওদের ইস্তেহারে নয়, ওদের কাজের ব্যাপারেও আমরা নিজেদের মতামত জানাব। দুর্নীতি বিরোধী আন্দোলন সত্যিই একটা পথ দেখিয়েছে।"