Last Updated: Sunday, December 29, 2013, 16:25
বছরের শেষ বেলায় এসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন `চুম্বক মানুষ`। শরীরে একসঙ্গে ৫৩টা চামচ আটকে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন চুম্বক মানুষ ইতিবার ইচেয়েভ। জর্জিয়ার কিক বক্সিং কোচ ইতিবার নিজের গায়ের পিছনে ও বুকে ৫৩টা চামচ আটকে রাখলেন। এর আগে ২০১১ সালে ৪১ বছরের ইতিবার নিজের গায়ে ৫০টা চামচ আটকে দুনিয়াকে চমকে দিয়েছিলেন।