Melbourne Cricket Gr - Latest News on Melbourne Cricket Gr| Breaking News in Bengali on 24ghanta.com
ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই মুখোমুখি পাকিস্তান

ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই মুখোমুখি পাকিস্তান

Last Updated: Tuesday, July 30, 2013, 10:53

২০১৫ ক্রিকেট বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে ভারতের প্রথম ম্যাচেই সামনে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তান। দীর্ঘ ২৩বছর পর ফের অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এক সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক। ১৯৯২-এ মেলবোর্ন স্টেডিয়ামেই পাকিস্তানের বিশ্বজয়ের নিশান উড়েছিল। ইমরান খান, ওয়াসিম আক্রমের মত কিংবদন্তীদের সোনালি সাফল্যের বুকেও কিছুটা ক্ষত সৃষ্টি করেছিল ভারত। পৃথিবী জয় করলেও সেই বিশ্বকাপে পাকিস্তান হার মেনেছিল তৎকালীন খাতায় কলমে দূর্বল দল ভারতের কাছে। প্রসঙ্গত, বিশ্বকাপের ইতিহাসে প্রতিবেশী ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তানিরা।