Meredith Alexander - Latest News on Meredith Alexander| Breaking News in Bengali on 24ghanta.com
ডাও`কে দুষে ইস্তফা অলিম্পিক কমিটির কর্তার

ডাও`কে দুষে ইস্তফা অলিম্পিক কমিটির কর্তার

Last Updated: Thursday, January 26, 2012, 14:35

বিশ্বজোড়া প্রতিবাদ সত্বেও ভোপাল গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত সংস্থা 'ডাও কেমিক্যালস`কে স্পনসর তালিকায় রাখার প্রতিবাদে লন্ডন অলিম্পিকের এথিকস কমিশনার-এর পদ থেকে ইস্তফা দিয়েছেন মেরেডিথ আলেকজন্ডার। লন্ডনের মেয়র বরিস জনসন নিযুক্ত আয়োজক কমিটির ১৩ জন কমিশনার-এর অন্যতম ছিলেন মেরিডিথ।