Metro Rail projects - Latest News on Metro Rail projects| Breaking News in Bengali on 24ghanta.com
রেল বাজেটের পর প্রশ্নের মুখে রাজ্যের ৭ মেট্রো প্রকল্প

রেল বাজেটের পর প্রশ্নের মুখে রাজ্যের ৭ মেট্রো প্রকল্প

Last Updated: Wednesday, July 9, 2014, 23:55

শহর ও শহরতলীর বকেয়া মেট্রো মেট্রোরেল প্রকল্পগুলি কি রেলের হাত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে? জনপ্রিয়তা বজায় রাখতে এবং রেলের বোঝা কমাতে সম্ভবত বৃহস্পতিবারের সাধারণ বাজেটেই তার ইঙ্গিত দিতে চলেছে মোদি সরকার। ইস্ট-ওয়েস্ট এর ধাঁচে সবকটি প্রকল্পই দেওয়া হতে পারে রাজ্য সরকারের পুর-নগরোন্নয়ন দফতরকে। ফলে প্রকল্পগুলির ভবিষ্যত নিয়ে সম্পূর্ণ অন্ধকারে মেট্রো রেল কর্তৃপক্ষ। মোদি সরকারের প্রথম রেল বাজেটে বরাদ্দ হয়নি একটাকাও। লোকসভা ভোটের আগের অন্তবর্তী বাজেটের বরাদ্দ টাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কাজ। কলকাতা ও শহরতলীর বুকে চলা ৭টি মেট্রো প্রকল্পের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে।