Metro Songs - Latest News on Metro Songs| Breaking News in Bengali on 24ghanta.com
আত্মহত্যা রুখতে জীবনমুখী গান মেট্রোরেলে

আত্মহত্যা রুখতে জীবনমুখী গান মেট্রোরেলে

Last Updated: Sunday, June 8, 2014, 13:53

প্রায়ই শোনা যায় মেট্রোয় আত্মহত্যা। ট্রেন চলাচল বিঘ্ন, নিত্যযাত্রীর হেনস্তা আর সবথেকে বড় কথা রেল কতৃপক্ষের উদাসনীতার অভিযোগ উঠে আসে। সমীক্ষা বলছে বেশিরভাগ মানুষের আত্মহত্যার প্রবণতা হতাশা থেকে। আর এর দাওয়াই দিতে একেবারে জীবনমুখী গান! ভালই ওষুধে কাজ করবে তা নিয়ে আশাবাদী রেল কতৃপক্ষ।