Last Updated: Friday, June 13, 2014, 19:58
শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গ্রুপ এর লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো ও ক্যামেরুন। বিশ্বকাপের শুরুতে ছন্দ পেতে জয়ের লক্ষ্যে নামছে দুই দল। গ্রুপে ব্রাজিল থাকায় তিন পয়েন্টের লক্ষ্যে বাকি ম্যাচগুলোকেই টার্গেট করছে বাকি দলগুলো। মার্কিন যুক্তরাষ্টের সাহায্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাকা হয়েছে মেক্সিকোর। সাম্প্রতিক অতীতে নানা রকম ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছে এই দেশটি। ৯৪এর বিশ্বকাপ থেকে প্রতিবারই নক আউট পর্বে উঠেছে মেক্সিকো।