Michael Hussey - Latest News on Michael Hussey| Breaking News in Bengali on 24ghanta.com
নজফগড়ে চেন্নাইয়ের জয়ের ধ্বনি আর হাসির রব

নজফগড়ে চেন্নাইয়ের জয়ের ধ্বনি আর হাসির রব

Last Updated: Friday, April 19, 2013, 12:15

ঘরের মাঠে এবারেও হল না। ডেয়ারডেভিলসের আত্মবিশ্বাস পয়েন্ট তালিকার একেবারে তলানিতেই পড়ে রইল। দিল্লির ব্যাটিং বিপর্যয় এর বড় কারণ। এই ব্যাটিং লাইনআপ নিয়ে গতবার আইপিএলে ঝড় তুলেছিল। এই ঝড় তোলার পিছনে আর একজনের হাত ছিল। কেভিন পিটারসন। এবারে চোটের কারণে মাঠের বাইরে বসে একের পর এক হার দেখে চলেছেন।