Last Updated: Sunday, April 13, 2014, 13:03
আচ্ছা আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে? আপনি কি সেই অ্যাকাউন্ট একবারও ব্যবহার করেছেন? জানেন কি টুইটারে অ্যাকাউন্টধারীদের প্রায় অর্ধেক একবারও টুইট করেননি? নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সারা পৃথিবীতে ৯৭৪ মিলিয়ন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট আছে। তাদের মধ্যে ৪৪% একবারের জন্যও তাদের সেই অ্যাকাউন্ট ব্যবহার করেননি।