Last Updated: Saturday, July 20, 2013, 21:48
খাবারে কীটনাশকের উপস্থিতিই কেড়ে নিল ২৩টি শিশুর প্রাণ। ছাপরায় মিডডে মিল কাণ্ডের ফরেনসিক তদন্তে উঠে এল এই তথ্যই। অর্গানো ফসফোরাস নামক কীটনাশকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে ওই মিড ডে মিল থেকে। শনিবার বিহারে এডিজি রবীন্দ্র কুমার সাংবাদিকদের এই কথা জানান।