Mijwan sonnets fabri - Latest News on Mijwan sonnets fabri| Breaking News in Bengali on 24ghanta.com
বক্সিং রিং থেকে এবার র‌্যাম্পে মেরি কম

বক্সিং রিং থেকে এবার র‌্যাম্পে মেরি কম

Last Updated: Friday, August 31, 2012, 18:25

বক্সিং রিংয়ের পর এবার তাঁকে দেখা যাবে একটি ফ্যাশান শোয়ের র‌্যাম্পে। শাবানা আজমির সংস্থার জন্য র‌্যাম্পে ক্যাটওয়াক করতে দেখা যাবে অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার মেরি কমকে। সমাজে পিছিয়ে থাকা মেয়েদের জন্য কাজ করে থাকে শাবানা আজমির এই সংস্থা মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি।