Last Updated: Wednesday, June 25, 2014, 22:40
লুই সুয়ারেজের কামড় নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া। একবার নয়, এই নিয়ে তিনবার প্রতিপক্ষ ফুটবলারকে কামড়ে বিতর্কের মুখে পড়েছেন সুয়ারেজ। তবে সুয়ারেজ একা নয়। খেলার দুনিয়ায় কামড়ের ইতিহাস অনেক পুরনো। রইল এরকমই কিছু কামড়ের গল্পো-