Millenium Park - Latest News on Millenium Park| Breaking News in Bengali on 24ghanta.com
চিড়িয়াখানার আকর্ষণ এবার বাঘ নয়, বাঘের খাঁচা

চিড়িয়াখানার আকর্ষণ এবার বাঘ নয়, বাঘের খাঁচা

Last Updated: Sunday, December 8, 2013, 22:55

রাজ্যে শীত এসেছে সরকারি ভাবে। কিন্তু কলকাতায় এখনও সেভাবে শীতের দেখা নেই। তবু মিঠে রোদ গায়ে মেখে ছুটির দিনে রাস্তায় শহরবাসী। চিড়িয়াখানা, মিলেনিয়াম পার্ক থেকে ভিক্টোরিয়া সর্বত্রই রবীবাসরীয় ভিড়।ডিসেম্বরের দ্বিতীয় রবিবার। শীতের মিঠে রোদে হেলান দিয়ে ছুটি উপভোগ করল কলকাতা। চিড়িয়াখানা মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া সর্বত্রই ছিল উপচে পড়া ভিড়।