Last Updated: Wednesday, September 25, 2013, 22:20
কেনিয়ার ওয়েস্ট গেট শপিং মলে জঙ্গি হানার ঘটনায় ব্রিটেনের এক নাগরিককে গ্রেফতার করল পুলিস। নাইরোবি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। হামলার নেপথ্যে উঠে আসছে হোয়াইট উইডো বলে পরিচিত সামান্থা লেউথওয়েটের নাম। সন্দেহ, সামান্থা-সহ জঙ্গিদের মধ্যে ছিল কিছু মার্কিন এবং ব্রিটিশ জঙ্গি । এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।