Last Updated: Tuesday, November 5, 2013, 18:34
সংখ্যালঘু প্রধান এলাকায় দুবছরে শিক্ষক নিয়োগের কথা ছিল ১২ হাজার ৬৫৮ জনের। অনুমোদনও ছিল কেন্দ্রীয় সরকারের। নিযুক্ত হয়েছেন মাত্র ১২ জন। সরকারের সংখ্যালঘু দফতর সূত্রে উঠে এসেছে এই তথ্য। শুধু শিক্ষক নিয়োগই নয় সংখ্যালঘু প্রধান এলাকায় চলতি আর্থিক বছরে ঘোষণা ছিল ১০০টি নতুন প্রাথমিক স্কুলের। সেখানেও ভরাডুবি। স্কুল খোলা হয়েছে মাত্র ১৯টি।