Last Updated: Monday, June 11, 2012, 17:54
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নাকচ করেছিল আগেই। এবার সরকারি শিক্ষাক্ষেত্র এবং চাকরিতে ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণের মধ্যে ৪.৫ শতাংশ সংখ্যালঘু কোটা চালু করার কেন্দ্রীয় উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও। সংখ্যালঘু সংরক্ষণের মতো `জটিল` এবং `স্পর্শকাতর` বিষয়টি নিয়ে কেন্দ্র যেভাবে পদক্ষেপ করছে, বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ এবং বিচারপতি জে এস খেহারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এদিন সরাসরি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।