Last Updated: Wednesday, July 25, 2012, 10:17
ভারতীয় রাজনীতির চাণক্য! গত কয়েক দশক ধরে কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের জমানায় যেমন স্বচ্ছন্দ তিনি, তেমনই জোট রাজনীতির যুগেও শরিক দলের সঙ্গে যোগাযোগ রচনার সেতুও তিনি। বীরভূমের কীর্ণাহারের নিষ্ঠাবান ব্রাহ্মণ এবার আগামী ৫ বছরের জন্য রাইসিনা হিলসের বাসিন্দা।