Last Updated: Thursday, March 6, 2014, 21:51
ভোটে দাঁড়াচ্ছেন লালু প্রসাদের মেয়ে। বিহারের পাটলিপুত্র থেকে আরজেডির প্রার্থী লালু প্রসাদের বড় মেয়ে মিসা ভারতী। বৃহস্পতিবার আরজেডি প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় ২৩ জনের মধ্যে নাম রয়েছে মিসার। ছাপড়া কেন্দ্রে প্রার্থী লালুপত্নী ও বিহারের তিন বারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।