Last Updated: Sunday, September 29, 2013, 18:17
২০১৩ মিস ওয়ার্ল্ড হলেন মেগান ইয়ং। প্রথম রানার-আপ মিস ফ্রান্স এবং দ্বিতীয়--মিস ঘানা। শনিবার ইন্দোনেশিয়ার বালিতে `বালি নুসা দুয়া কনভেনশন সেন্টারে` দুনিয়ার ১২৬ জন প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে ফিলিপাইন্সের অভিনেত্রী-কাম-মডেল মেগান ইয়ং ছিনিয়ে নিলেন এ বছরের বিশ্ব সুন্দরীর তকমা।