Missing Doctor Died - Latest News on Missing Doctor Died| Breaking News in Bengali on 24ghanta.com
নিখোঁজ চিকিৎসকের দেহ মিলল

নিখোঁজ চিকিৎসকের দেহ মিলল

Last Updated: Thursday, November 1, 2012, 22:28

নিখোঁজ চিকিত্‍সক বীরেশ্বর পালের দেহ সনাক্ত করল তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক বীরেশ্বরবাবুর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর জানা যায়। উনতিরিশে অক্টোবর থেকে কোনও খোঁজ মিলছিল না তাঁর। তদন্তে নেমে পুলিস জানতে পারে ওই একই দিনে উত্তর বন্দর থানা সংলগ্ন মল্লিকঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। মহম্মদ আলি পার্ক এলাকার পুলিস মর্গে রাখা ছিল দেহটি। বাড়ির লোকজন ওই দেহটিকে বীরেশ্বরবাবুর বলে সনাক্ত করেছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিস।