Last Updated: Friday, July 6, 2012, 15:11
তিন দশক পর অবশেষে গণতন্ত্রের স্বাদ পেতে চলেছে লিবিয়া জনগণ! গদ্দাফি-পরবর্তী লিবিয়ায় আজ ভোটগ্রহণ। দেশের জাতীয় আইনসভা পাবলিক ন্যাশনাল কনফারেন্স-এর ২০০ আসনের জন্য ভোটগ্রহণ হবে আজ। তার জন্য এখন সেখানে সাজো সাজো রব। রাজধানী ত্রিপোলির পাশাপাশি অন্যান্য শহরেও ভোট উপলক্ষে টানা এক মাস ধরে চলছে প্রচার।