Last Updated: Monday, December 30, 2013, 14:55
বয়স নির্বিশেষে এখনও এদেশে খুচরো রোমান্সের ডেটিংয়ের জন্য কাউকে আহ্বান করা কুণ্ঠার সোয়েটার জড়িয়ে থাকে। তবে ভাবুনতো যদি আপনার হয়ে আপনার মোবাইল ডেটিংয়ের জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে দেয় তাহলে কেমন হয়? হ্যাঁ। খুব শীঘ্র এমন ব্যবস্থায়ী আসতে চলেছে আপনার অ্যানড্রয়েড ফোনে। প্রয়োজন শুধু `Krush` নামের মোবাইল অ্যাপলিকেশন আপনার অ্যানড্রয়েড ফোনে ডাইনলোড করা। তারপর আপনি ও আপনার `ডেট`-এর মধ্যে দূরত্ব শুধু একটা `লাইক`-এর।