Mohamed Morsy ouster - Latest News on Mohamed Morsy ouster| Breaking News in Bengali on 24ghanta.com
সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত অভিযোগে আল-জাজিরার ৩ সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড মিশর আদালতের

সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত অভিযোগে আল-জাজিরার ৩ সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড মিশর আদালতের

Last Updated: Monday, June 23, 2014, 18:21

সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত থাকার কারণে আল-জাজিরার ৩ সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড ঘোষণা করল মিশর আদালত। এই তিন জন হলেন অস্ট্রেলিয়ার সাংবাদিক পিটার গ্রেস্ট, কানাডা-মিশরের ব্যুরো প্রধান মহম্মদ ফাহমি এবং মিশরীয় সাংবাদিক বাহের মহম্মদ। বাহের মহম্মদকে আরও তিনবছরে অতিরিক্ত সাজা ঘোষণা করা হয়। তবে তাঁরা আদোও সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করছে বিশেষজ্ঞমহল। অনেকে মনে করছেন রাজনৈতিক স্বার্থে তাঁদেরকে ফাঁসানো হয়েছে।