Last Updated: Sunday, November 6, 2011, 18:35
পাঁচের পরেই পাঁচ। ডেম্পোর কাছে পাঁচ গোলে হারের পরের ম্যাচেই মুম্বই এফ সি-কে পাঁচ-এক গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল সুব্রত-প্রশান্তর মোহনবাগান। গোয়ার দলটির কাছে লজ্জাজনক হারের পর সুনীল,নবিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।