Moktar abbas Nakbi - Latest News on Moktar abbas Nakbi| Breaking News in Bengali on 24ghanta.com
আরএসএসের চাপে সাবির আলির সদস্য পদ খারিজ করল বিজেপি

আরএসএসের চাপে সাবির আলির সদস্য পদ খারিজ করল বিজেপি

Last Updated: Saturday, March 29, 2014, 16:18

দলীয় কোন্দল ঠেকাতে সাবির আলির সদস্য পদ খারিজ করল বিজেপি। একইসঙ্গে তিরস্কার করা হল মোক্তার আব্বাস নকভিকে। গতকালই ট্যুইটারে সাবির আলির অতীত নিয়ে মন্তব্য করেছিলেন নকভি। তারপরই তানিয়ে বিতর্ক শুরু হয়। নাকভির মন্তব্য মেনে নিতে পারেননি বিজেপি নেতারাই। টুইটটি মুছেও দেন বিজেপি সহ সভাপতি। তাতেও দলীয় অন্তর্কলহ ঠেকানো যায়নি।