Moloy Ghtak - Latest News on Moloy Ghtak| Breaking News in Bengali on 24ghanta.com
মুখ্যমন্ত্রী বলছেন অন্তর্ঘাত, পালটা যুক্তি মলয়ের

মুখ্যমন্ত্রী বলছেন অন্তর্ঘাত, পালটা যুক্তি মলয়ের

Last Updated: Friday, May 23, 2014, 10:33

লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে হারের কারণ নিয়ে এবার মুখ্যমন্ত্রীর অন্তর্ঘাত তত্ত্বের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন মলয় ঘটক। হারের কারণ বিশ্লেষণে আসানসোল ও কুলটি পৌরসভার পুরপিতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই হারের জন্য চারটি ফ্যাক্টর চিহ্নিত করেন মলয় ঘটক।