Last Updated: Saturday, August 3, 2013, 17:37
ফের ফিরল বিল ক্লিনটন-মোনিকা লিউনস্কি প্রেমের সেই বিতর্কিত উপ্যাখান। প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে কি নিজের শরীরের ফাঁদে ফাঁসিয়েছিলেন মনিকা! এই কোটি ডলার প্রশ্নটার উত্তর দাঁড়িপাল্লায় রাখলে কখনও সেটা হ্যাঁ-এর দিকে ঝুলে পরে, আবার কখনও না-এর দিকে। সেই প্রশ্নটারই জবাবের সন্ধানে একটি বিস্ফোরক টেপ প্রকাশ করল এক ম্যাগাজিন।