Last Updated: Wednesday, January 8, 2014, 11:41
ডাকাতদের গুলিতে নিহত হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ভেনেজুয়েলার মোনিকা স্পেয়ার। ২০০৪ সালে মিস ভেনেজুয়েলার কেতাব জয়ী মোনিকা থাকতেন আমেরিকায়। স্বামী ও সন্তানকে নিয়ে ছুটি কাটাতে তিনি আসেন ভেনেজুয়েলায়। কিন্তু মধ্য ভেনেজুয়েলায় হাউওয়ের ধারে এক মর্মান্তিক ঘটনায় শেষ অবধি ছুটি কাটিয়ে আর বাড়ি ফেরা হল না মিস ভেনেজুয়েলার।