Last Updated: Monday, February 17, 2014, 23:20
চলে গেছে দলের অন্য সবাই। কিন্তু অসুস্থ মাকে ফেলে কি চলে যাওয়া যায়? যেতে পারেনি সন্তান। রাতভর পাহারা দিয়েছে মাকে। মাঝে মাঝেই তার চিত্কারে রাতের অন্ধকারে সচকিত গ্রামবাসীরা। সকালে উত্সাহী লোকেদের ভিড়। তবে মাকে ছেড়ে নড়বে না দামাল সন্তান।