Mouja Tarai Duars - Latest News on Mouja Tarai Duars| Breaking News in Bengali on 24ghanta.com
আদিবাসী বিকাশ পরিষদে ফাটল?

আদিবাসী বিকাশ পরিষদে ফাটল?

Last Updated: Sunday, October 30, 2011, 18:05

প্রস্তাবিত জিএটিএ-তে তরাই ও ডুয়ার্সের মৌজার অন্তর্ভুক্তি নিয়ে আদিবাসী বিকাশ পরিষদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। গোর্খা জনমুক্তি মোর্চার এই দাবিকে সমর্থন জানিয়েছেন পরিষদের আঞ্চলিক সভাপতি জন বার্লা। অথচ তাঁর সঙ্গে একমত নন পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে। এই ইস্যুতে মতবিরোধ মাথাচাড়া দেওয়ায় বুধবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে আদিবাসী বিকাশ পরিষদ।