Last Updated: Friday, February 14, 2014, 23:01
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হল। মাউন্ট কেলুদ থেকে অগ্ন্যুত্পাতের জেরে ছাই ও ধোঁয়ায় ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। বাদ পড়েনি ১৩০ কিলোমিটার দূরের সুরাবায়া শহরও।