Mountain Gorilla - Latest News on Mountain Gorilla| Breaking News in Bengali on 24ghanta.com
মার্কিন জুলজিস্ট ডায়ান ফসের জন্মদিনে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

মার্কিন জুলজিস্ট ডায়ান ফসের জন্মদিনে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ

Last Updated: Thursday, January 16, 2014, 15:48

প্রখ্যাত মার্কিনি জুলজিস্ট ডায়ান ফসের ৮২ বছরের জন্মদিনে তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল গুগল। পাহাড়ি গোরিলাদের রক্ষা করতে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন ডায়ান। ১৯৮৫ সালে রোয়ান্ডাতে তাঁকে খুন করে আততায়ীরা।