Moupia Nandi - Latest News on Moupia Nandi| Breaking News in Bengali on 24ghanta.com
বিলেত-পুজোর বাঙালি ভোজ

বিলেত-পুজোর বাঙালি ভোজ

Last Updated: Sunday, October 21, 2012, 16:52

বছরভর ব্যস্ততা। ব্যস্ততা পুজোর এই কটাদিনেও। তবে, একটু অন্যরকম। অফিসের টাইট শিডিউল ছেড়ে সোজা হেঁসেলে। চ্যালেঞ্জ, বিলেতের পুজোর ভোগে আনতেই হবে বাংলার স্বাদ। তাই পুজোর চারদিন পিত্‍জা, বার্গার, বা ফিস অ্যান্ড চিপসের ঘরে ঢোকা একদম বারণ। মিলটন কিনসের প্রবাসীদের পুজোর ভোজে ষোলো আনা বাঙালিয়ানা। রসনায় ফেলে আসা ঘরের স্বাদ পেতে চাই বাঙালি রান্নার উপকরণ। প্রবাসের বাজারে খুঁজে পেতে মিলেছে সে সবও।