Mourinho - Latest News on Mourinho| Breaking News in Bengali on 24ghanta.com
দ্রোগবাদের জাস্ট উড়িয়ে দিলেন রোনাল্ডোরা

দ্রোগবাদের জাস্ট উড়িয়ে দিলেন রোনাল্ডোরা

Last Updated: Thursday, April 4, 2013, 19:58

বুধবার বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্রোগবাদের উড়িয়ে দিলেন রোনাল্ডোরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একপেশে ম্যাচে গালতাসারেকে ৩-০ গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ হোসে মোরিনহো। হিগুয়েনের জায়গায় তিনি আপফ্রন্টে রেখেছিলেন করিম বেঞ্জামাকে।