Moyes - Latest News on Moyes| Breaking News in Bengali on 24ghanta.com
গোলহীন মোয়েস-মরিনহোর প্রথম যুদ্ধ

গোলহীন মোয়েস-মরিনহোর প্রথম যুদ্ধ

Last Updated: Tuesday, August 27, 2013, 13:03

ফয়সালা হল না বিশ্ব ক্লাব ফুটবলের নতুন মরসুমের সবচেয়ে বড় যুদ্ধের। আলেক্স ফাগুর্সনের উত্তরসূরি ডেভিড মোয়েস আর চেলসিতে প্রত্যাবর্তন করা হোস মরিনহোর ধুন্ধুমার যুদ্ধ গোলশূন্যভাবে শেষ হল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি ম্যাচে উত্তেজনা ছিল, গ্যালারিভরা দর্শক ছিল, ফুটবলারদের দৌড় ছিল, তবে কাজের কাজটা হল না। ওল্ড ট্র্যাফোর্ডে মোয়ের অভিষেক ম্যাচ শেষ হল ০-০ ফলে।