Mudgal Panel report - Latest News on Mudgal Panel report| Breaking News in Bengali on 24ghanta.com
আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি: শীর্ষ আদালতের প্যানেল রিপোর্টের অভিযুক্তের তালিকায় মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ   রায়নার নাম

আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি: শীর্ষ আদালতের প্যানেল রিপোর্টের অভিযুক্তের তালিকায় মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার নাম

Last Updated: Tuesday, February 11, 2014, 14:15

আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি ভয়ঙ্করতম সংবাদটা বোধহয় প্যান্ডোরার বাক্স থেকে বেরিয়েই গেল। মঙ্গলবার মিডিয়ে সূত্রে দাবি করা হয়েছে, ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে ছ`জন ক্রিকেটারের নাম সুপ্রিমকোর্টের বিশেষ তদন্ত কমিটি (মুদগল প্যানেল)শীর্ষ আদালতে পেশ করেছ তাদের মধ্যে একজন ভারতীয় দলের অধিনায়ক স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গেই নাম উঠে এসেছে তাঁর দলেরই অন্যতম সদস্য সুরেশ রায়নারও।