Last Updated: Thursday, October 31, 2013, 09:02
মুজফ্ফরনগরে ফের নতুন করে হিংসা ছড়াল। উত্তরপ্রদেশের এই জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারে পৌঁছল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয়েছে। আজ সকাল থেকেই গোটা এলাকা থমথমে। ক দিন আগের মৃত্যু মিছিলের দাগ মিটতে না মিটতেই আরও বড় অশান্তির আশঙ্কায় ভুগছে গোটা মুজফ্ফরনগর।