Last Updated: Monday, January 7, 2013, 21:57
প্রথম ছবি মুক্তধারার সাফল্যের পর প্রচারের আলো থেকে দূরেই ছিলেন নাইজেল আকারা। তবে ছবির প্রস্তাব আসছিলই। বাংলা ছবিতে আত্মপ্রকাশের পর এবার দক্ষিণী ছবিতে মন দিলেন নাইজেল। চলতি মাসেই শুরু হবে মালায়লি পরিচালক এম পদ্মকুমারের ছবির শুটিং।